Sunday, May 3, 2015

Back up Plan.. Ray of Hope.


WBCS Preliminary   এক্সাম হয়ে গেল,যাদের পরীক্ষা ভালো হল এক প্রকার নিশ্চিত Main দেওয়ার জন্য ডাক পাবে প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিৎ। আর যাদের খারাপ হল মনোভাবটা অনেকটা এরম হওয়া উচিৎ যতক্ষণ Selected না হচ্ছি ততক্ষণ আমার প্রস্তুতি চলতেই থাকবে। যাদের Score 100 এর বেশী হচ্ছে, তারা Main পড়তে থাকো,যাদের এর থেকে কম তারা প্রিলিমস এর জন্যে প্রস্তুতি নেবে তবে এখন ই নয়। SSC CGL TIER I এর Advertisement বেড়িয়েছে,যারা Math এ ভালো আর ইংলিশ মোটামুটি, অথবা English এ ভালো  Math ও খারাপ হয়না,আর দেড়ি না করে আজই Form Fill  up করে দাও। যারা প্রচুর পরিশ্রম করেছো অথচ পরীক্ষা আসানুরুপ হয়নি,বৃথা চিন্তা না করাই ভাল,যদিও চিন্তা থেকে মুক্তি নেই।খুব শীঘ্র স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন বেড়োনোর সম্ভাবনা আছে। আরেকটা সম্ভাবনা আছে বি.এড ছারা পরিক্ষাতে বসতে পারার।অনার্স কেটাগরির পরীক্ষার্থীদের সাব্জেক্টের এমসিকিউ হতে পারে।কলা বিভাগের পাস এর পরীক্ষার্থীদের পরীক্ষা হবে TET+ জেনারেল স্টাডিজ এর উপর ভিত্তি করে আর বিজ্ঞান বিভাগেরTET+ জেনারেল সাইন্সের উপর। তাই আমার মনে হচ্ছে আরেকটা সুযোগ অপেক্ষা করছে। তাই পুরনো কথা ভেবে লাভ নেই,নতুন করে ভাবতে শুরু কর।

No comments:

Post a Comment